Archive for December, 2013

December 25, 2013

তারা আগুন দিয়ে দোষ দিচ্ছে আমাদের: খালেদা

বাসে আগুন দিচ্ছে তারা (আওয়ামী লীগ)। বাস পুড়িয়ে লোকদের দেখানো হচ্ছে, বলছে- অমুক দল করছে, তমুক দল করছে।

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির নেতাদের নামে ‘মিথ্যা’ মামলা দেয়া হয়েছে দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “এই হচ্ছে তাদের (সরকারের) কাজ।”

বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যীশুখ্রিস্টের শান্তির বাণীর কথা তুলে ধরে খালেদা জিয়া বলেন, “আমরা ‘মার্চ ফর ডেমোক্রেসি’- শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি। আমি কথা দিচ্ছি- এই কর্মসূচিতে কোনো অশান্তি হবে না।”

তথ্যসূত্র: বিডি নিউস

December 22, 2013

নির্বাচনের আগেই ‘চমক’: নোমান

“নির্যাতন-নিপীড়ন যত বাড়বে এ সরকারের পতনও তত তাড়াতাড়ি হবে। ৫ জানুয়ারির প্রার্থীবিহীন নির্বাচনের আগেই জনগণ চমক দেখাবে।”

দেশে বর্তমানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন চলছে দাবি করে নোমান বলেন, “এ আন্দোলনে গণতন্ত্র ও জনগণ জয়ী হবে। আর পরাজিত হবে আওয়ামী লীগ।”

তথ্যসূত্র: বিডি নিউস

December 21, 2013

দেশত্যাগে বাধ্য করা হতে পারে: এরশাদ

এরশাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “জাতীয় পার্টির সকল নেতাকর্মী এবং আমার বিশ্বাস দেশবাসীও অবগত আছেন যে

আমি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে অন্তরীণ অবস্থায় আছি।

আমি আরো আশঙ্কা করছি যে, আমাকে যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে বাধ্য করা হতে পারে।”

তথ্যসূত্র: বিডি নিউস

December 21, 2013

খালেদা গ্যাঁড়াকলে: সুরঞ্জিত

খালেদা জিয়া বহুত বড় গ্যাঁড়াকলে পড়ে গেছেন।

এখন না পারছেন খাইতে, না পারছেন উপড়াইয়া ফেলতে।

একদিকে জামায়াত নির্বাচনে যেতে চায় না।

অন্যদিকে বিএনপির যারা নির্বাচনে যেতে চান, তারা বলছেন- ম্যাডাম আমাদেরকে নির্বাচনে নেন।

তথ্যসূত্র: বিডি নিউস

December 21, 2013

খেলোয়াড় নেই, গোল তো হবেই : শেখ হাসিনা

আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন প্রার্থী নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা  বলেছেন, ‘খালি মাঠ। খেলোয়াড় নেই। গোল তো হবেই। খেলার মাঠে অপর দিকে গোলকিপার  নেই। তাহলে তো আমরা গোল দিয়েই যাব।’

বিরোধী দল এল না, এ তো আমাদের দোষ না।’

‘ক্ষমতার লোভ আমার নেই। ছিলও না।’

তথ্যসূত্র: প্রথম আলো

December 8, 2013

এরশাদের সঙ্গে দরকষাকষি চলছে : সুরঞ্জিত সেনগুপ্ত

জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে এরশাদের সঙ্গে দরকষাকষি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।এ দরকষাকষির ইতিবাচক পরিসমাপ্তি ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এরশাদ সিদ্ধান্ত পরিবর্তন করে চমক দিয়েছেন।’ শেষ বয়সে এ চমক বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র : সমকাল
December 8, 2013

সাহস থাকলে..আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে রাজপথে আসুন। -খন্দকার মাহবুব হোসেন

সরকার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে নিয়ে নতুন খেলা খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
 এরশাদ নির্বাচনে যাবে না, এর পেছনে সরকারের একটি এজেন্ট কাজ করছে। আগামীকাল দেখা যাবে এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে এবং তার জায়গায় জাতীয় পার্টির চেয়ারম্যান অন্য কেউ হবেন। তখন সরকার এরশাদকে নিয়ে আর একটি নাটকের জন্ম দেবেন।
বিএনপির নেত্রী ঘরে বসে মানুষ মারার কর্মসূচি দেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে তিনি বলেন, বিরোধী দলের চেয়ারপারসন তার নেতাকর্মীদের নিয়ে মাঠে নামবেন। সাহস থাকলে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাদ দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে রাজপথে আসুন। তখন দেখা যাবে কার জোর বেশি।
তথ্যসূত্র: ইনকিলাব
December 8, 2013

জনগণের প্রতিপক্ষ হয়ে বিজাতীয় শত্রুর মতো আচরণ করবেন না। – সালাহ্উদ্দিন আহমেদ

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ্উদ্দিন আহমেদ বলেছেন,
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন আসন্ন।
প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবেন না। জনগণের প্রতিপক্ষ হয়ে বিজাতীয় শত্রুর মতো আচরণ করবেন না।
আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়।
আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।
তিনি বলেন, যেই একতরফা নির্বাচনে শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ দায়িত্বপালনে অপারগতা প্রকাশ করেছে সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই অবৈধ সরকার ও তার গৃহপালিত নির্বাচন কমিশন গোঁ ধরে বসে আছে।
বিএনপির আপদকালীন মুখপাত্র বলেন, আমরা নির্বাচন কমিশনকে আবারো আহ্বান জানাই- সরকারের তল্পিবাহক না হয়ে একতরফা প্রহসনের নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। অন্যথায় একদিন জাতির ইতিহাসে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তথ্যসূত্র: ইনকিলাব
December 7, 2013

আত্মহত্যার বিষয়টি যেভাবে এসেছে, সেভাবে বলিনি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, তাঁর আত্মহত্যার হুমকির বিষয়য়টি যেভাবে গণমাধ্যমে এসেছে, তিনি সেভাবে বলেননি।

গত বুধবার এরশাদ তাঁর বাসার নিচতলায় এসে সাংবাদিকদের বলেছিলেন, চারটা পিস্তল ‘লোড’ করে রেখেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলে আত্মহত্যা করবেন। তিনি বলেন, ‘র‌্যাব-পুলিশ আমার গায়ে হাত দেওয়ার আগে আমি মরে যাব। সরকারকে বলে দিয়েছি, কোনো চালাকি করলে চারটা পিস্তল আছে, আমার কাছে যাওয়ার আগেই এগুলো দিয়ে আমি সুইসাইড করব। দিস ইজ মাই প্রমিজ।’

তথ্যসূত্র: প্রথম আলো

December 7, 2013

এরশাদকে নিয়ে আর টানা হেঁচড়া করবে না সরকার: ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে নিয়ে আওয়ামী লীগ আর টানাহেঁচড়া করবে না। জাপার নির্বাচনে আসা না-আসার সঙ্গে দশম জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধান অনুযায়ী আগামী ৫ জানুয়ারিতেই নির্বাচন হবে।

তথ্যসূত্র: প্রথম আলো