Archive for February, 2014

February 15, 2014

এ সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার : আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,

বিএনপির প্ররোচনায় বাংলাদেশের সঙ্গে ভুল আচরণ করছে যুক্তরাষ্ট্র। একই পথে হাটছে যুক্তরাজ্যও। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার। এখানে মধ্যবর্তী নির্বাচনের কোন সুযোগ নেই। মধ্যবর্তী নির্বাচনের জন্য ওকালতি না করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

তথ্যসূত্র: ইনকিলাব

Current govt. may be ‘legal’ but NOT elected in true sense. More than half of MPs are without vote. Ministers have no shame in bragging about this

February 10, 2014

এরশাদের নির্দেশেই মঞ্জুরকে হত্যা

আজ ১০ ফেব্রুয়ারি, মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার তারিখ ধার্য রয়েছে। শেষ মুহূর্তে বিচারক পরিবর্তন হওয়ায় আজ রায় ঘোষণার সম্ভাবনা নেই বলে আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৯ বছর ধরে চলমান এ মামলার অভিযোগপত্র অনুযায়ী, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়।
বিমানবাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল সদরউদ্দিন এ মামলায় দেওয়া এক জবানবন্দিতে বলেছেন, এরশাদের নির্দেশে মঞ্জুরকে হত্যা করা হয়। তিনিসহ এ মামলায় পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার তৎকালীন দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ২৮ জন কর্মকর্তা ও সদস্যকে সাক্ষী করা হয়েছে।

মামলার নথিপত্রে দেখা যায়, বেশির ভাগ সাক্ষীর জবানবন্দিতে এসেছে, এরশাদের নির্দেশেই মঞ্জুরকে হাটহাজারী থানার পুলিশ হেফাজত থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছিল। তাঁকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে ১৯৮১ সালের ১ জুন মধ্যরাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়।

তথ্যসূত্র: প্রথম আলো

Now Ershad is ‘special envoy’ to prime minister Hasina. What is the chance that Ershad will be prosecuted?