Posts tagged ‘ফখরুল ইসলাম আলমগীর’

December 2, 2013

রাজপথে বুলেটে ঝাঁঝরা করছে গণতন্ত্রকামী মানুষের বুক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

একদিকে সরকার মুখে সংলাপের কথা বলছে। অন্যদিকে তারা প্রতিনিয়ত রাজপথে বুলেটে ঝাঁঝরা করছে গণতন্ত্রকামী মানুষের বুক। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আলোচনা ও সংলাপের মালা জপে জপে দেশবাসীর সঙ্গে প্রতারণায় লিপ্ত রয়েছে।”

বিএনপি কার্যালয়ে অভিযানের নিন্দা জানিয়ে তিনি বলেন,“বিরোধী দলের অফিস ভাংচুর করা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা ক্ষমতাসীনদের বর্ণাঢ্য ঐতিহ্য। বিরোধী দলকে নিশ্চিহ্ন করে একদলীয় শাসন কায়েম করা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো।”

রাজধানীতে গাড়ি পোড়ানোর ঘটনায় দুটি মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে থাকা মির্জা ফখরুলের এটি প্রথম বিবৃতি।

তথ্যসূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

December 2, 2013

মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনী ও অসাংবিধানিক : অজ্ঞাত স্থান থেকে দেয়া এক বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল

দেশ অচল করে দেয়া হবে বলে হুমকি দিয়ে অবরোধ কর্মসূচী ঘোষণা করে এখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের নেতারাই লাপাত্তা। আগে হরতাল অবরোধ চলাকালে বিএনপি নেতারা সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে বক্তব্য দিলেও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পরে তারা এখন অজ্ঞাত স্থান থেকে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। রবিবার বিকেলে অজ্ঞাত স্থান থেকে দেয়া এক বিবৃতিতে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনী ও অসাংবিধানিক। এর আগে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেন, চলমান সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
মির্জা ফখরুলের বিবৃতি ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অজ্ঞাত স্থান থেকে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনী ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। এই সরকারের রাষ্ট্র শাসনের কোন নৈতিক অধিকার নেই। সব আইন ভঙ্গ করে তথাকথিত তফসিল ঘোষণা করে প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ সব সরকারী সুযোগ-সুবিধা ব্যবহার করে চলছে। তাঁরা নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছে।

তথ্যসূত্র : জনকন্ঠ

October 12, 2013

কোনো ধর্মের মানুষ তাদের কাছে নিরাপদ নয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রীদের উদ্দেশে বলেছেন,

‘মন্ত্রী-এমপিরা বলে বেড়াচ্ছেন, একতরফা নির্বাচনের বিরুদ্ধে অবস্থানকারীদের শক্ত হাতে দমন করা হবে। আপনারা জনগণের হাত দেখেননি। তাদের হাত যে কতটা শক্ত, তা একতরফা নির্বাচন করতে গেলেই টের পাবেন।’

কোনো ধর্মের মানুষ তাদের কাছে নিরাপদ নয়। এ সরকারের আমলে হিন্দুদের যত মন্দির ভেঙেছে, তা অন্যদের সময় ঘটেনি।

 

তথ্যসূত্র: প্রথম আলো

October 4, 2013

ন্যায়বিচার কিংবা আইনের শাসন বলতে কী কিছু আছে ?: ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল বলেন, আমরা ন্যায়বিচার চাই।

রাজনৈতিক উদ্দেশে কাউকে শাস্তি দেয়া জনগণ মেনে নিতে পারে না।

একথা আজ স্পষ্ট যে-এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ ন্যায়বিচার পাবে না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।

তথ্যসূত্র: ইত্তেফাক

October 2, 2013

সালাউদ্দিন কাদের সুবিচার পাননি: বিএনপি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ রায়ে আমরা বিস্মিত হয়েছি।

– এই ট্রাইব্যুনাল গঠন ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

– বিএনপি সব সময় স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারের পক্ষে। কিন্তু প্রমাণ হয়েছে, এই বিচারের নামে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের ষড়যন্ত্রে লিপ্ত।’

তথ্যসূত্র: প্রথম আলো