Posts tagged ‘হুসেইন মুহম্মদ এরশাদ’

December 21, 2013

দেশত্যাগে বাধ্য করা হতে পারে: এরশাদ

এরশাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “জাতীয় পার্টির সকল নেতাকর্মী এবং আমার বিশ্বাস দেশবাসীও অবগত আছেন যে

আমি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে অন্তরীণ অবস্থায় আছি।

আমি আরো আশঙ্কা করছি যে, আমাকে যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে বাধ্য করা হতে পারে।”

তথ্যসূত্র: বিডি নিউস

December 8, 2013

এরশাদের সঙ্গে দরকষাকষি চলছে : সুরঞ্জিত সেনগুপ্ত

জাতীয় পার্টিকে নির্বাচনে রাখতে এরশাদের সঙ্গে দরকষাকষি চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।এ দরকষাকষির ইতিবাচক পরিসমাপ্তি ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এরশাদ সিদ্ধান্ত পরিবর্তন করে চমক দিয়েছেন।’ শেষ বয়সে এ চমক বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র : সমকাল
December 7, 2013

আত্মহত্যার বিষয়টি যেভাবে এসেছে, সেভাবে বলিনি: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেছেন, তাঁর আত্মহত্যার হুমকির বিষয়য়টি যেভাবে গণমাধ্যমে এসেছে, তিনি সেভাবে বলেননি।

গত বুধবার এরশাদ তাঁর বাসার নিচতলায় এসে সাংবাদিকদের বলেছিলেন, চারটা পিস্তল ‘লোড’ করে রেখেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলে আত্মহত্যা করবেন। তিনি বলেন, ‘র‌্যাব-পুলিশ আমার গায়ে হাত দেওয়ার আগে আমি মরে যাব। সরকারকে বলে দিয়েছি, কোনো চালাকি করলে চারটা পিস্তল আছে, আমার কাছে যাওয়ার আগেই এগুলো দিয়ে আমি সুইসাইড করব। দিস ইজ মাই প্রমিজ।’

তথ্যসূত্র: প্রথম আলো

October 13, 2013

শেষ বয়সে আর দালাল হতে চাই না : এরশাদ

আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে দেশে বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

– জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না গেলে দেশে নির্বাচন হবে না।

– শেষ বয়সে আর দালাল হতে চাই না।’

তথ্যসূত্র: প্রথম আলো

October 12, 2013

রাজনীতি রাজনীতিকদেরই ভাগ্যোন্নয়ন করেছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,

– রাজনীতি শুধু রাজনীতিবিদদেরই ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।

– দেশের তরুণ সমাজের জন্য, ভবিষ্যত্ প্রজন্মের জন্য এই রাজনীতি কিছুই দিতে পারেনি।

তথ্যসূত্র: প্রথম আলো

September 26, 2013

এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল জাতীয় পার্টি (জাপা), আর ‘ধিকৃত’ দল আওয়ামী লীগ : এরশাদ

– এই মুহূর্তে জনগণের কাছে সবচেয়ে ধিকৃত দল কোনটি?

– কর্মীরা ‘আওয়ামী লীগ’ বললে এরশাদ বলেন, ‘আমি নামটি বলতে চাই না।

– আগে ৪০ পার্সেন্ট ভোট পেলেও এবার তারা ২০ পার্সেন্ট ভোট পাবে। আসন পাবে ৬০টা।

তথ্যসূত্র: প্রথম আলো

September 21, 2013

পরাজিত হলে বাড়ি-ঘর জ্বলবে এ ভয়ে কী নির্বাচন দিচ্ছেন না ? : হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ সরকারকে উদ্দেশ্য করে বলেন,

– কেন নির্বাচন করতে ভয় পাচ্ছেন। এমন কি করেছেন?

– পরাজিত হলে বাড়িঘর জ্বলবে এই ভয় পাচ্ছেন।

– জনগণ আমাদের সেবা করার জন্য ভোট দিয়েছেন, তাহলে কেন ভয় পান?

তথ্যসূত্র : যুগান্তর