Archive for February, 2018

February 26, 2018

রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী এতিমের টাকা মেরে খাওয়া কোরআনেও নিষেধ আছে -শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমখানা তৈরির জন্য বিদেশ থেকে আসা টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে। তিনি প্রশ্ন করেন, এতিমখানার জন্য বিদেশ থেকে টাকা এসেছে, সেই এতিমখানা কই? কী তার ঠিকানা? সেখানে কয়জন এতিম আছে?

আজ বৃহস্পতিবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন। তিনি বলেন, ‘এতিমের টাকা এতিমের হাতে যায়নি, সেই টাকা লুট করে খেয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মামলা দিয়েছে। আজকে তার সাজা হয়েছে।

Source: Prothomalo

When it comes to thieving, Awami league and BNP are partners in crime. We are better than them is hollow

February 26, 2018

সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের অনেক উসকানি দেবে, ফাঁদ পাতবে। কোনো ফাঁদে আমরা পা দেব না।’ তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। একই সঙ্গে গণতন্ত্রকে মুক্ত করব।’

Source: prothom-alo

Heavy beating by awami cops left BNP in tatters. This guy just keeps talking

February 26, 2018

যদি খালেদা জিয়া জেলে থাকলে আপনাদের জনপ্রিয়তা বাড়ে, তাহলে দয়া করে তাঁকে জেলে রেখে দিন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিএনপির উদ্দেশে বলেছেন, যদি খালেদা জিয়া জেলে থাকলে আপনাদের জনপ্রিয়তা বাড়ে, তাহলে দয়া করে তাঁকে জেলে রেখে দিন।

আজ শনিবার দুপুরে ভোলায় এক অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনাও করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলছেন খালেদা জিয়া জেলে থাকলে আওয়ামী লীগের দৈনিক ১০ লাখ করে ভোট কমবে। যদি তা-ই হয় তাহলে বিএনপির উচিত খালেদা জিয়াকে জেলে রেখে দেওয়া। আপনারা বেল মুভ করবেন না। কিন্তু আমরা আইনে বিশ্বাস করি। আইন আইনের গতিতে চলবে।’

Source: prothom-alo

February 26, 2018

বিএনপি তাদের কর্মসূচি সংঘর্ষের দিকে নিচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে কেউ বাধা দিচ্ছে না।

Source : prothom-alo

If one knows how light is ‘light baton charge’ by police, then you figure how smooth BNP is allowed to do politics 🙂